অনেকেরই শখ থাকে যে ঘরে বসে অনলাইনে ইনকাম করা যায় কিভাবে। ফলস্বরূপ সে খুঁজে বেড়ায় অর্থোপার্জনের পথ! তবে, ফ্রিল্যান্সার হবার যদি কারো শখ থেকেই থাকে, তবে সে যা করতে পারে, সেটা হল নিজেকে ভাল দক্ষ করে গড়ে তোলা। অনেকে হয়তো কোর্স করে এর উপর আবার অনেকে নিজে থেকেই চেষ্টা করে সফল হয়। আসলে, ফ্রিল্যান্সিং এর লাভ আছে অনেক। আপনি চিন্তা করে দেখতে পারেন, সামান্য কিছু ছবির background মুছে দিলে আপনি পাবেন ৫ ডলার যা বাংলাদেশি টাকায় ৪০০ টাকা! আপনি তেমন কষ্ট কিন্তু করছেন না! এরকম ছোটখাটো হাজারো কাজ আছে। তবে সবাই কি সফল হয়? না! সবাই হতে পারে না কারন তারা আসলে হতে পারে না কারন একজন employer আপনাকে তখনি নিবে যখন আপনার freelancer profile এ ভালো রিভিউ থাকবে এবং আপনার দক্ষতা চোখ ধাধানো কিছু হবে। হালকা পাতলা ইডিটিং জানেন ভেবে যদি freelancing শুরু করে দেন graphics designer হিসাবে, তবে আপনার কোন client যে আপনি পাচ্ছেন না, সেটা নিশ্চিত থাকতে পারেন কিছু পপুলার freelancing platform আছে যেমন upwork.com বা fiverr.com তবে এদের মধ্যে fiverr ভালো কারন এতে আপনাকে best of the best হতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। কিন্তু upwork এ আপনাকে সুদক্ষ হিসেবে প্রমান করেই তখন কাজ পেতে হবে, না হয় আপনি account ই তৈরি করতে পারবেন না তাই ভালো freelancer হতে আপনাকে আগে বেশি খাটতে হবে। না হয় কম জেনে ভাল করতে পারবেন না অন্তত। সবকিছুর থেকে সহজ কিছু কাজ আছে যেমন SEO Backlinking, ছবির Background remove ইত্যাদি ছাড়া আরো অনেক কিছু আছে যাতে আপনি সহজ সিস্টেম জেনেই কাজ করতে পারবেন। তবে! আগেই বলেছি, আপনাকে অন্যদের থেকে আগে একজন client কেন নিবে? তখনি নিবে, যখন আপনি সবার থেকে ভাল হবেন যার ভালো রিভিউ আছে। আপনি এক্ষেত্রে একটা ট্রিক এপ্লাই করতে পারেন নতুন হিসেবে, সেটা হল কিছু টাকা খরচ করে কাউকে দিয়ে order করাবেন এবং তাদের দিয়ে ৫ স্টার রিভিউ নিয়ে নিবেন। আপনার প্রোফাইল চলার মতো হয়ে যাবে। যাদের rating ভালো, তারা সহজেই যেকোন কাজ করতে পারে। fiverr এর কথা যদি বলি, তবে সেখানে আপনি আপনার নিজের দক্ষতার দ্বারা কিছু প্যাকেজ তৈরি করতে পারেন যা তাদের directory তে দেখাবে client এর প্রয়োজনমতো। একে Gig বলে থাকে তারা। তো, আপনার সেল করার উপর gig তাদের directory তে উঠানামা করে। তবে, নতুন কারো Gig একজন client প্রথমেই select করবে না যদি না সেটা অসাধারন কোন কাজ হয় যা client কে satisfy করে। তাই, ফ্রিল্যান্সার হবার ইচ্ছা যদি থাকেই, তবে নিজেকে অন্যদের থেকে ভালো লেভেলে নিয়ে যেয়ে শুরু করাটাই সবথেকে ভালো। না হয়, সফল হবার সম্ভাবনা অনেক কম এবং এমন কাজে সময় নষ্ট করবেন না যা দিয়ে আপনার আসলে লাভ তেমন হচ্ছে না তবে এটা অনুরোধ করব, টাকা উপার্জনের আশায় হারাম কিছু যেন না করেন হারাম টাকা বরকত দেয় না। পড়ার জন্য ধন্যবাদ
source http://b4byb0y.com/uncategorized/3418/
0 Comments
Post a Comment